হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে গৌরনদীতে ঈদ জামাত অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধিঃ
বুধবার সকাল ৯ ঘকিায় বরিশালের গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লির অংশগ্রহণে উপজেলার ইদুল ফিতরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান,গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, সরকারী গৌরনদী বিশ্ববিদ্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন সিকদার,গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি। টিকাসার গ্রাম থেকে আসা মুসল্লি শেখ শাদী জানান এখানে ঈদের নামাজ আদায় করতে পেরে খুব ভাল লাগছে ব্যাবস্থাপনাও ভালো ছিল। তাছাড়া সকালের আবহাওয়াটাও ছিল ভাল, রোদ-বৃষ্টি নেই গত কয়েক বছরের তুলনায় এবারে বেশি লোকের সমাগম হয়েছে। ঈদের নামাজের ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন খান । নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।