গৌরনদীতে স্কুল ছাত্রী’র শ্লীতাহানীর অভিযোগ কলেজ ছাত্র গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি//
যৌন কামনা চরিতার্থ করতে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৫) এর হাত ও ওড়না ধরে টানাটানি করে নির্মানাধীন একটি ভবনের দিকে নেয়ার চেষ্টা ও স্কুল ছাত্রীর ছোট ভাইকে অপহরনের হুমকি দেয়ার অভিযোগে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ শুক্রবার রাতে মোঃ অপু হাওলাদার (২২) নামের এক বখাটে কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে।
ভিকটীমের পিতার অভিযোগ ও থানা সূত্রে জানাগেছে, উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর স্কুল ছাত্রী (১৫) গত শুক্রবার সকালে স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সে গৌরনদী বাসষ্ট্যান্ডের নান্নু হোটেলের সামনে পাকা রাস্তার ওপর পৌছলে উপজেলার কসবা (পূর্ব পাড়া) এলাকার সান্টু হাওলাদারের (কসাই সান্টু)’র ছেলে ও সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র বখাটে অপু হাওলাদার (২২), তার যৌন কামনা চরিতার্থ করার জন্য স্কুল ছাত্রী (১৫)’র হাত ও ওড়না ধরে টানাটানি করে পার্শ্ববর্তী একটি নির্মানাধীন ভবনের দিকে টেনে হিছরে নেয়ার চেষ্টা চালালে স্কুল ছাত্রী ডাকচিৎকার দিলে বখাটে অপু হাওলাদার ওই স্কুল ছাত্রীকে প্রান নাশ ও স্কুল ছাত্রীর ছোট ভাইকে অপহরন করার হুমকি দিয়ে বীরদর্পে ঘটনাস্থল ছেড়ে যায়।
এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই রাতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে উপজেলার কসবা এলাকা থেকে বখাটে অপু হাওলাদাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ গেলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত বখাটে অপু হাওলাদারকে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।