গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শেখ শাদি //অসদুপায় অবলম্বন, অনিয়ম, বিশৃঙ্খলা ও ভেজাল রোধে ভ্রাম্যমান আদালত গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দুই ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে। এ সময় অপরিস্কার থাকায়, অসদুপায় অবলম্বন, অনিয়ম ও ভেজাল করার অভিযোগে বাসষ্ট্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জড়িমানা করা হয়। একই সময় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাস যাত্রীদের ঈদ যাত্রার অগ্রিম টিকেটের মূল্য সঠিক রাখা ও বাস কাউন্টার গুলোতে ভাড়ার চার্ট টানাতে গৌরনদী বাসষ্ট্যান্ডে থাকা বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারগুলোকে সর্তক করা হয়।
জানাগেছে, অভিযানকালে ভ্রাম্যমান আদালত ওই বাসষ্ট্যান্ডের সিনহা মিনি চাইনিজকে পাঁচ হাজার টাকা, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, দ্বীলিপ কুমার মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, আলম ট্রেডার্সকে দুই হাজার টাকা, নান্নু হোটেলকে এক হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে এক হাজার টাকা জড়িমানা করে। এরপর তাৎক্ষনিক ভাবে ওই জড়িমানার অর্থ সংশ্লীষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আদায় করা হয়।গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।