স্বরূপকাঠিতে তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগে সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে বাল্য বিবাহ, নারীর বিরুদ্ধে সহিংসতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থা এর তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর‌্যায়) ১ম উঠান বৈঠকটি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নে অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস হোসেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. কামারুন কবির নিপু প্রমুখ। বৈঠকে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সকল সদস্যবৃন্দ সহ গৃহবধু, যুবতী ও কিশোরীরা অংশ নেয়।