পিরোজপুরের সাবেক এমপি আউয়ালকে দুদকে তলব

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
নানা মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর -১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল (সাইদুর রহমান) কে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের উপপরিচালক সৈয়দ আহম্মেদ স্বাক্ষরিত ওই তলবী চিঠিতে আগামী ২৩ মে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগীচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। দুদক সুত্রে জানা গেছে, সাবেক এমপি একেএমএ আউয়ালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বানিজ্য, অবৈধভাবে সেতু ও ফেরিঘাটে ইজারা নেয়া সহ টেন্ডার বানিজ্যের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।