কমলগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে আফরোজ উদ্দীন ট্রাষ্টের উদ্যোগে এলাকার গরীব ও দরিদ্র ৫শত পরিবারের মধ্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় নছরতপুর গ্রামের বাড়িতে ট্রাষ্টের পরিচালক মিসবা উদ্দীনের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, ট্রাষ্টি আফরোজ উদ্দীন, কাউন্সিলর জামাল হোসেন প্রমুখ। সেমাই, তেল, পেয়াজ ও চিনিসহ প্রায় ৫শত পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।