গৌরনদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আহছান উল্লাহ// গতকাল শুক্রবার গৌরনদীতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত র‌্যালী শেষে গৌরনদী বাসস্টান্ডে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান তিনি বলেন ’৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যাকান্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে বিদেশ থেকে এই দিনে দেশের মাটিতে পা রাখেন জননেত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানায় বাংলার আপামর সাধারণ জনগন। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৩৮ বছর যাবত বিচক্ষণ রাজনীতে সাথে আওয়ামী লীগ এর নেতৃত্ব দিয়ে বিশ্বে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া,সাধারন সম্পাদক কবির হোসেন খান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আওয়ামীলীগের ইফতার পার্টির বিষয়ে আলোচনা হয়।