স্পন্দিত প্রতিবাদ //কবি তহীদ মনি

যেদিন সরকারি কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
সিনেমা হলের সানে দাঁড়িয়ে টিকিট ব্লাকে বিক্রি করবে সেদিন বুঝবো সমাজ ঠিক আছে।
রাস্তায় ঠেলা ঠেলবে সাবেক আমলা ও উর্দ্ধতন সরকারি অফিসার
ভিক্ষার থলি হাতে ফিরবে কোনো আমলার সন্তান
আর রাজনীতিবিদদের উত্তরসূরি—-
সেদিন বুঝবো সমাজ ঠিক আছে।
প্রতিবাদের উন্মত্ততায় জনতা যেদিন
সাবেক জননেতাদেরকে পথে দাঁড় করাবে
মুখোমুখি প্রশ্ন করবে সমগ্র অপরাধের
আর ক্রীতদাসের মতো নিপীড়ন করবে
সেদিন বুঝবো সমাজ ঠিক আছে।
একমুঠো ভাতের জন্যে যেদিন
নর্দমা সাফ করতে নেমে পড়বে
সাংবাদিক, বুদ্ধিজীবি ও আইনজীবিরা
সেদিন বুঝবো সমাজ চলছে ঠিক পথে।
হাড়-মাংস-রক্ত-জল গলে গড়ে ওঠা সভ্যতায়
মুখোশ পরা যত গোড়ামিপন্থি দল স্বর্থসিদ্ধিতে রত।
মেরুদন্ডহীন নেতৃত্ব, মেধাহীন অধ্যাপক,চাটুকার বুদ্ধিজীবি নীতিহীন ভ্রষ্টাচারে ক্ষয়িষ্ণু মানবতায়
অন্ধত্বের নাগপাশ রাহুগ্রাসে গিলছে সব,
এখানে অজস্র লোকের ভিড়ে হারাচ্ছে মানুষ
এখানে অর্থদণ্ডে নিরুপিত সমাজ তত্ব
তাই ডুবন্ত যাত্রীরা অন্ধকার ঘষে খোঁজে
আগুনের আস্ফালন——-
জীবনের অবশিষ্ট স্পন্দন।
(যশোর, ০৫/০২/২০১৯)