মঠবাড়িয়ায় ইটভাটা বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রভাবশালীদের তিনটি ইটভাটার ধোঁয়ায় গাছপালা মরে যাওয়ায় ও শ^াস কষ্টে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ায় ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শনিবার উপজেলার তুষখালী ইউনিয়নের বলেশ^র নদ তীরবর্তী ছোটমাছুয়া বেরিবাঁধের ওপর ভূক্তভোগি দুই শতাধিক গ্রামবাসি এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, সাবেক ইউপি সদস্য মো. ছগীর মিয়া, হাফিজুর রহমান, কৃষক শাহাদাৎ হোসেন ফরাজি, আলমগীর হোসেন প্রমূখ। সমাবেশে বিক্ষুব্দ গ্রামবাসী অভিযোগ করেন, গত ১০ বছর ধরে স্থানীয় তিন প্রভাবশালী সোহেল লস্কর, তার ভাই আসাদ লস্কর ও শাহজাহান হাওলাদার নদী তীরের খাস জমি ও স্থানীয় কয়েক কৃষকের জমি জবর দখল করে পৃথক তিনটি ইটভাটা গড়ে তোলেন। নদী তীরের মাটি কেটে নিয়ে ইট তৈরী করে পরিবেশের ক্ষতি করছে। ওই ইটভাটার ধোঁয়ায় ছোটমাছুয়া গ্রামে বৃক্ষরাজি পুড়ে যাচ্ছে। ফলে ফলদ গাছের ফল ঝড়ে পড়ছে। এছাড়া ধোঁয়ায় গ্রামবাসি চরম শ^াস কষ্টে পড়েছেন। এমনকি শ^াস কষ্ট ও জ¦রে গত ৭ দিনে অন্তত অর্ধশত শিশু অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে ইটভাটার আগ্রাসনে গ্রামবাসি জনস্বাস্থ্য ও পরিবেশের চরম বিপর্যয়ের আশংকা করছেন। গ্রামবাসী নদী তীরের তিনটি ইটভাটা দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন।