তুমি নিঃশেষ করে দিওনা // আহছান উল্লাহ

পৃথিবী
তুমি আর একবার গর্জে ওঠো
উল্টে পড়ে ধূলিস্যাৎ করে ফেলো
এই সুন্দর সৃষ্টি
ধ্বংস করে দাও নিজেকে নিজে
পৃথিবী
তোমার হুংকারে খান খান হয়ে যাক
সব অহংকার
টুকরো টুকরো করে ফেলো সব
পাথরের পাহাড় গুলো আর চন্দ্র সূর্য।
পৃথিবী
থর থর করে কেঁপে ওঠতো সেদিন
নির্মমতার প্রাসাদ গুলো কোথায় কখন কি ঘটেছে
তুমি কি দেখোনা
পৃথিবী?
তুমি নীরব কেন জবাব দাও
তোমার ওই দায়িত্বের বোঝাটা
অন্যের ওপর চাপিয়ে দিও না
শপথ গ্রহণ করো ঝুঁকি নাও
পৃথিবী
লাফিয়ে পর ঐ নরখাদকদের ওপরে
ওরা নির্লজ্জ হারামজাদা
ছিঁড়ে ফেলে দাও লেলিহান জিহ্বাটা
পৃথিবী
বিপব ঘোষণা কর ওই
মধ্যযুগীয় দৈত্যদের বিরুদ্ধে
মাতৃজাতির স্তন যারা চিবিয়ে খায়
ত বিত করে বিষাক্ত নখরে
কেড়ে নেয় নারীত্ব ।
বিষ দাঁত ভেঙ্গে ফেলো
ওই হিংস্র জন্তুগুলোর।
না হয় লজ্জায় কচ্যূত হয়ে
পড়ে যাও মৃত্তিকায়
ধ্বংস করে দাও নিজেকে নিজে
পৃথিবী
ধূলিস্মাৎ করে দাও সব অহংকার
চুর্ণ-বিচূর্ণ হয়ে যাক সব দর্প
না হয় লজ্জায় মুখ ঢেকে ফেলো
অমানিশার কালো গ্রাসীর ন্যায়
অন্ধকার করে দাও এ সৃষ্টি
পৃথিবী
কাঁচের টুকরোর মত খান খান হয়ে
ভেঙ্গে চুরে যেতে পার না ?
তুমি ভীরু না লোভী, না হয় কেনো
আশ্রয় দিয়েছো ঐ নির্লজ্জ নরপশুদের, জবাব দাও
পৃথিবী
যারা করেছে খোদাই দাবী
আগ্রাসী সাম্রাজ্যবাদীর জোট
তারাই চায় তোমার ধ্বংস
তারাই পৃথিবীর বাবুকর্তা ।
মেতে উঠেছে মারণাস্ত্রের প্রতিযোগিতায়
সত্য না মিথ্যা প্রমাণ দাও
পৃথিবী
তুমি জানো না ?
ওই শান্তির প্রতীক জাতিসংঘ
সাম্রাজ্যবাদী আগ্রাসীদের অংগ
গোলামী না করলে করে তাদের ব্যাঙ্গ
শুধুই অশান্তির বিষ ছড়াচ্ছে ।
যাদের ত্রাসে আজ প্রতিটি অসাম্প্রদায়িক দেশ ত-বিত
তুমি চোখ বুজে থেকোনা
আগ্নেয়গিরির অগ্নিশিখায়
ঝলসে ওঠো সাড়া দাও
পৃথিবী
ওই সাতরঙা রংধনুর রঙের মতো
অনেক অনেক স্বপ্ন আমার বুকে লুকিয়েছিল
তুমি নিঃশেষ করে দিওনা
আমাকে বাঁচতে দাও পৃথিবী।