স্বরূপকাঠিতে শেখ হাসিনার জন্মদিন পালিত

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
র্যালি আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বর থেকে শুরু হয়ে এক আনন্দ র্যালি ইন্দুরহাট মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাত সাকিব বাদশা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক, আওয়ামীলীগ নেতা কাজী সাইফুদ্দিন তৈমুর শরিফ আহম্মেদ, রুহুল বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্ত ও সম্পাদক ইমরান আহম্মেদ ইমু প্রমুখ। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।