আবারও জঙ্গি হামলার আশঙ্কা সতর্ক শ্রীলঙ্কা

সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক//শ্রীলঙ্কায় ইস্টার সানডে-তে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্ত্রাসী নেটওয়ার্কের বেশিরভাগই ধ্বংস করা গেলেও ভবিষ্যতে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শ্রীলঙ্কা সরকার সন্ত্রাস দমনে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে বলেও জানান তিনি। মঙ্গলবার পার্লামেন্টে বিক্রমাসিংহে বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আরো ১০ জনকে পুলিশ খুঁজছে বলে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা।
গেল ২১ এপ্রিল তিনটি গির্জা ও চারটি অভিজাত হোটেলে একযোগে চালানো বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত হন। আহত হন আরো ৫ শতাধিক মানুষ।