রেটিনা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
কবি শুধাংশু কুমার ঘরামী বিরচিত “রেটিনা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও কবিতা অনুষ্ঠান মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী শাখার আয়োজনে আমেনা বেগম হোমিওপ্যাথী মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথী কলেজের অধ্যক্ষ ডাঃ সাঈদ মাহামুদ। বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী শাখার সভাপতি মণীষ চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক কবি দীনেষ জয়ধর, যুগভাস্করের সভাপতি কবি অবিচল আব্দুল মান্নান। বক্তব্য রাখেন কবি শিকদার রেজাউল করিম, প্রবণ রঞ্জন দত্ত বাবু, সাঈদ বীন ভূঁইয়া পান্নু, উৎপল চক্রবর্তী, এএস মামুন, মুশফিক শুভ প্রমুখ।