রমজানের পবিত্রতা রক্ষায় আগৈলঝাড়া ইসলামিক ফাউন্ডেশনের র্যালী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
রমজানের পবিত্রতা রক্ষায় বরিশালের আগৈলঝাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আসাদুর রহমান মান্নার সভাপতিত্বে রমজানের পবিত্রতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সভায় আরোও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, ইমাম আসাদুর রহমান।