গৌরনদীর দুই কবি পেলেন ভারতের আজকের প্রমিতা সাহিত্য ম্যাগাজিনের সম্মাননা পদক

গৌরনদী প্রতিনিধিঃ
ভারতের কলকাতা থেকে প্রকাশিত বরেন্য কবি সুখেন মন্ডল সম্পাদিত আজকের প্রমিতা সাহিত্য ম্যাগাজিন এর উদ্দোগে সম্মামনা পদক প্রদান করা হয়। বরিশালের গৌরনদী উপজেলার দুই কবি সাহিত্যিক সিকদার রেজাউল করিম ও কবি উৎপল চক্রবর্তী এ পদকে ভুষিত হন।
জানাগেছে গত ১৫ এপ্রিল ২০০১৯ ইংরেজি ভারতের কলকাতা থেকে প্রকাশিত বরেন্য কবি সুখেন মন্ডল সম্পাদিত আজকের প্রমিতা সাহিত্য ম্যাগাজিন এর উদ্দোগে সম্মামনা পদক প্রদান করা হয়। সাহিত্য সম্মাননা পদকে অন্যদের মাঝে বরিশালের গৌরনদী উপজেলার প্রবীন সাহিত্যক সাহিত্য সংগঠক ও কবি সিকদার রেজাউল করিম, গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের কৃতি সন্তান তরুন কবি উৎপল চক্রবর্তীকেও আজকের প্রমিতা সাহিত্য ম্যাগাজিন এর সম্মানজনক পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উৎপল চক্রবর্তী পদক গ্রহন করেন এবং কবি সিকদার রেজাউল করিম অসুস্থতার কারনে কোলকাতায় যেতে না পাড়ায় তার পক্ষে কবি উৎপল চক্রবর্তী পদক গ্রহন করেন। বর্নাঢ্য অনুষ্ঠানের মাঝে পদক প্রদান অনষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত কবি শ্রীমতি কৃষ্ণতা বসু ,বিষেশ অথিতি ছিলেন কোলকাতার উত্তর দমদম গৌরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, এছাড়াও কোলকাতার বিভিন্ন সাহিত্যিক কবি সাংবাদিক ও গুনিজনরা উপস্থিত ছিলেন। সম্মানজনক এ পদক অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ, বঙ্গবন্দু কবিতা পরিষদ গৌরনদী উপজেলা শাথা,বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদ ও গৌরনদী চন্দ্রদীপ সাহিত্য পরিষদ।