শরীফপুর সীমান্তে ভারতীয় বিড়ি উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত এলাকার ইটারঘাট গ্রামের দুটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ৯৮ হাজার ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। গতকাল (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকালে চাতলাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব বিড়ি উদ্ধার করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টায় চাতলাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার লিয়াকত আলীর নেতৃত্বে ইটারঘাট গ্রামে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। ইটারঘাট গ্রামে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ খাঁচায় ১ লাখ ৯৮ হাজার ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি করেন বিজিবি সদস্যরা। বিকাল চারটায় আবারও একই গ্রামে অভিযানকালে রাস্তার পাশ থেকে ২ খাঁচায় আরও ৫০ হাজার ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২ লাখ ৯৮ হাজার নাসির উদ্দীন পাতার বিড়ির বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়।
চাতলাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার লিয়াকত আলী বিড়ি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইটারঘাট গ্রামের রাস্তায় পরিত্যক্ত অবস্থায় এসব বিড়ি উদ্ধার করে জব্দ করা হয়। পরিত্যক্ত অবস্থায় বিড়ি উদ্ধার করায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত ভারতীয় বিড়ি শমশেরনগরস্থ চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে জমা করা হবে বলে তিনি জানান।