ভান্ডরিয়ায় মাদারাসা ছাত্রকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক মাদ্রাসা ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত মোঃ হাবিবুল¬¬াহ হাওলাদার (১৫) ওই উপজেলার দারুলহুদা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের পুত্র ও স্থানীয় আলগাজ্জালী ইসলামীয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহতের পিতা আব্দুল খালেক জানান, জমি জমা নিয়ে তার সাথে প্রতিবেশিদের বিরোধ রয়েছে। এর জেরে প্রতিবেশি জুবায়ের ও হৃদয় নামের দুই ছেলে বৃহস্পতিবার সন্ধ্যায় তার পুত্র হৃদয়কে ডেকে নদীর পাড়ে একটি ঝোপের মধ্যে নিয়ে দু’হাত বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছে বলে তিনি ধারনা করছেন। তিনি আরো জানান, ওই দিন দুপুরের খাবার খেয়ে পুত্র হাবিবুল¬¬াহ বাড়ির বাহিরে যায়। রাত নয়টার সময়ও ঘরে ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন পরিবারের লোকজন। এক পর্যায় রাত ১০ টার দিকে বাড়ির অদুরে কচা নদীর তীরে একটি ঝোপের মধ্যে দু’ হাত পিছনে বাঁধা এবং গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ভান্ডারিয়া থানা পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, নিহতের পবিরার ওই বাগান থেকে লাশ উদ্ধার করে থানাকে অবহিত করলে ওই রাতেই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।