ঘুর্নিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত আগৈলঝাড়া প্রশাসন

আগৈলঝাড়া প্রতিনিধি//ঘুর্নিঝড় ফণী মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন।
বাতির করা হয়েছে সকল দপ্তরের কর্মকর্তাদের ছুটি। খোলা হয়েছে কন্ট্রেল রুম। ইউএনও ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন।
র উদ্যোগে জরুরী প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
ঘুর্নিঝড় ফণী আঘাতে জান মালের ক্ষয়ক্ষতি কমিয়ে এনে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার শেষ বিকেল উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস তার অফিস কক্ষে জরুরী সভা করেছেন।
ওই সভায় উপজেলার ৫টি ইউনিয়নের ৭টি সাইক্লোন সেল্টার, দেড় শতাধিক মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনের স্কুলগুলোর প্রধান শিক্ষকদের জনগনের আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বিভিন্ন সাইক্লোন শেল্টার পরিদর্শন করে তা প্রস্তুত রেখেছেন বলে জানান। জরুরী তথ্যর জন্য উপজেলায় খোলা হয়েছে পাঁচ সদস্যর কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের সদস্যরা হলেন, উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব (অতিরিক্ত দ্বায়িত্ব), নির্বাহী কর্মকর্তার অফিস সহায়ক রমনী রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী রুমানা ফেরদৌস স্বর্ণা, ওই অফিসের সহায়ক অনীল চন্দ্র হালদার।
জরুরী সেবা প্রদানের জন্য গঠন করা হয়েছে ৫টি মেডিকেল টিম। ইতোমধ্যেই উপজেলা সদরসহ সকল ইউনিয়নে দুর্যোগ প্রস্তুতির জন্য মাইকিং করা হয়েছে। কৃষকদের ক্ষেতের পাকা ফসল জরুরীভাবে ঘরে তোলার আহ্বান জানিয়েছেন ইউএনও।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, বেবী হোমের উপত্ত্বাধায়ক মো.আবুল কালাম আজাদ, গৌরনদী ফায়ার সার্ভিরের স্টেশন মাষ্টার মো. ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মো. ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সভার সিদ্ধান্ত অনুযায়ি সকল কর্মকর্তাদের বাধ্যতামুলক কর্মস্থলে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। বাতিল করা হয়েছে সকল ছুটি।
দুর্যোগ পরবতী সময়ে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান ইউএনও বিপুল চন্দ্র দাস।