গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্বগ্রহন

গৌরনদী প্রতিনিধি
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা নিয়ে দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলা থেকে আওয়ামীলীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিক ভাবে তাদের স্ব স্ব দায়িত্বভার গ্রহন করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ওই উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করেছিলেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে এ উপলক্ষে গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
এতে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, সংবর্ধিত উপজেলা ভাইস চেয়ার চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সংবর্ধিত উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, বিদায়ী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, বার্থী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, সৈকত গুহ পিকলু, কৃষ্ণকান্ত দে চিত্ত, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা মাধ্যািমক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান কবির, ফুড অফিসার অশোক কুমার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
সংবর্ধনার জবাবে দেয়া বক্তব্যে সংবর্ধিত নেত্রী ও নব-নির্বাচিত গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী আশাবাদ ব্যাক্ত করেন যে, স্থানীয় সাংসদ, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সহযোগীতা নিয়ে তিনি অচিরেই গৌরনদী উপজেলাকে একটি আধুনিক উপজেলায় রুপান্তর করতে সক্ষম হবেন।