আদর্শ থেকে দুরে থাকাই আজকের বিপর্যয়ের কারন-মাওলানা মাছুম বিল্লাল আযীযাবাদী হুজুর

0
(0)

মুহম্মাদ আহছান উল্লাহ
আমিরুল মুছলিহীন আল্লামা খলিলুরর রহমান নেছারাবাদী হুজুর (ঝালকাঠি) পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে সপ্তাহ ব্যাপী জরুরী ত্রান কার্যক্রমের শেষ দিনে মুছলিহীন সেক্রেটারী জেনারেল মাওলানা মাছুম বিল্লাল আযীযাবাদী হুজুর বলেন আদর্শ থেকে দুরে থাকাই আজকের বিপর্যয়ের কারন। হুজুর ত্রান বিতরনকালে বার্মার সেনাবাহিনী কর্তৃক রোহীঙ্গাদের প্রতি নির্মম নির্যাতনের চিত্র দেখে অবাক হয়ে যান। তিনি নির্যাতনের সিকার বিভিন্ন রোহীঙ্গাদের সাথে আলাপ করে তাদের উপর পৃথিবীর জগন্যতম নির্যাতনের লোমহর্ষক বিবরন শুনে আতকে উঠেন। ওখানে শুধু মুছলমানরাই নির্যাতিত হচ্ছেন না হিন্দরাও এ বর্বর নির্যাতনের সিকার হচ্ছেন। কোথায় আজ মানবতা ? আযীযাবাদী হুজুর আরো বলেন লাশের মিছিল আর রক্তনদী পেরিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৬০ ভাগই শিশু আর অসহায় নারী। মিয়ানমার রক্তপিপাসু হায়নারদল সামরিক জান্তার এই বিভৎসতা মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত করেছে ওইসব শিশু ও নারীদেরকে তারা কী পারবে ঘুরে দাঁড়াতে?

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.