আগৈলঝাড়ায় গৃহবধু ধর্ষিত ধর্ষককে গনধোলাই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধু ধর্ষণের অভিযোগে ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। ধর্ষিতার মামলা দায়ের।
ধর্ষিতার দায়ের করা এজাহারের বরাত দিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের ফুফু বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় এক সন্তানের জননী (২২) ওই গৃহবধু স্বামীর বাড়ি পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলার হরিনাহাটি গ্রামে যাচ্ছিল।
পথিমধ্যে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা ওই গৃহবধুর স্বামীর বাড়ি হরিনাহাটি গ্রামের ফজলুল হক খানের ছেলে দুই সন্তানের জনক কাওছার খান (২৫) ওই গৃহবধুকে তুলে নিয়ে বাগধা গ্রামের মৃত্যুঞ্জয় মজুমদারের বাড়ির পুকুর পাড়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ।
ধর্ষিতার ডাক চিকিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধর্ষক কাওছারকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা গৃহবধূ ও ধর্ষক কাওসারকে থানায় নিয়ে আসে। গনধোলাইর শিকার কাওসারকে রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্বাস উদ্দিন জানান, ধর্ষণের ঘটনায় ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে শুক্রবার রাতেই থানায় মামলা দায়ের করেছে, নং-১৬ (২৬-৪-২০১৯)। শনিবার সকালে ধর্ষকক কাওসারকে আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ