মুছলিহীনের প্রথম পর্বের ত্রান বিতরন শেষ

মুহম্মাদ আহছান উল্লাহ
আমিরুল মুছলিহীন আল্লামা খলিলুরর রহমান নেছারাবাদী হুজুর (ঝালকাঠি) পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে সপ্তাহ ব্যাপী জরুরী ত্রান বিতরনের শেষ দিনেও ২২৪২ টি অসহায় রোহিঙ্গা পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়। চলমান ত্রান কার্যক্রমের প্রথম পর্বে সপ্তাহ ব্যাপী ত্রান কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন মুছলিহীনের সেক্রেটারি জেনারেল মাওলানা মাচ’ম বিল্লাল আযীযাবাদী হুজুর।