স্বরূপকাঠিতে পুষ্টি বিষয়ক কর্মশালা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যপরিধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ,টেকনিক্যাল কো অর্ডিনেটর (কেয়ার বাংলাদেশ) মো. আল আমিন,সাংবাদিক মো. নজরুল ইসলাম,হালিমুর রহমান শাহিন.হযরত আলী হিরু, টেকনিক্যাল অফিসার (কেয়ার বাংলাদেশ) মো. আলাউদ্দিন হোসেন, কো অর্ডিনেটর (পিএইচডি) মো. কামাল হোসেন ও প্রভাষক মো. মাহমুদুর রহমান খান প্রমুখ। কর্মশালায় পুষ্টি কার্যক্রমের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।