গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদীতে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি অর্থ বছরে সরকারের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে তাদের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসুচির আওতায় বিনা মূল্যের এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার, গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে চিত্ত, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। অনুষ্ঠানে উপজেলার এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি বিনা মূল্যে ৩০ কেজি সার ও বীজ বিতরণ করা হয়।