গৌরনদীতে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গতকাল বুধবার বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলার শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে শুরু হয়ে দিনব্যাপী চলা ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহা তানজিন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট সাহিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার, গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে চিত্ত, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। স্থানীয় গনমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সমাজ সেবকসহ নানা শ্রেনী পেশার প্রতিনিধিসহ সর্বমোট ৮০ জন লোক এ কর্মশালায় অংশগ্রহন করেন।