কমলগঞ্জে তিন মাসে অর্ধশতাধিক গরু চুরি

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুর চক্র সক্রিয়। ফলে গত তিন মাসে প্রায় অর্ধ শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। অভ্যাহতভাবে গরু চুরির কারনে গৃহস্থ কৃষক পরিবার ক্ষতির মুখে পড়তে হচ্ছেন। সম্প্রতি সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুর চক্র গরু চুরি করে প্রাইভেট কারে নিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন তিন গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর চা বাগানের বাংলো টিলা থেকে দু’টি ও নুরজাহান চা বাগান থেকে দু’টি গরু চুরি হয়। ঐদিন সন্ধ্যায় নুরজাহান চা বাগান ও ডলুবাড়ি এলাকার লোকজন সন্দেহজনকভাবে একটি প্রাইভেট কার আটক করে। এসময় চালক পালিয়ে গেলেও কারের ভিতর থেকে চোরাই দুটি গরু ও তিন চোরকে আটকিয়ে এলাকাবাসি উত্তম মধ্যম দিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত গরু চোর শ্রীমঙ্গল উপজেলার মোতাব্বির হোসেন (২৫), আব্দুল আহাদ (৩০), জাকির হোসেন (২৮) এই তিন জনের বাড়ি একি এলাকায় রয়েছে। কমলগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, তিন গরু চোর আটক, দুটি গরু উদ্ধার এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।