কাউখালীতে ন্যাশনাল সার্ভিসে কর্মরতদের মানববন্ধন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে ন্যাশনাল সার্ভিসে কর্মরত মেয়াদউত্তীর্নদের পুনরায় নিয়োগের দাবীতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার কাউখালী ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি ওই মানববন্ধনে উপজেলায় কর্মরত বহু ন্যাশনাল সার্ভিস কর্মিরা অংশ নেয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বংসি বধর সাহা, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সহ সভাপতি মাহফুজা খানম মিলি, যুগ্ম সম্পাদক শংকর কর্মকার, সদস্য সোহাগ তালুকদার ও সজল সুতার প্রমুখ। এসময় মানববন্ধনে সমাজসেবক আব্দুল লতিফ খশরু ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান একাত্মতা প্রকাশ করেন। পরে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলীপি ইউএনও’র মাধ্যমে প্রদান করা হয়।