রাফি হত্যাকারীদের বিচার দাবীতে স্বরূপকাঠিতে পূজা পরিষদের মানববন্ধন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
ফেনির সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও নারীর প্রতি চলমান সংহিসংতা প্রতিরোধের দাবীতে পিরোজপুরের স্বরূপকাঠি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের স্বরূপকাঠি পৌরভবনের সামনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার ব্যানারে এ মানববন্ধন পালিত হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে দোষিদের দ্রুত বিচার দাবী করে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সাধারণ সম্পাদক তাপষ মন্ডল, উপদেষ্টা বিপুল নারায়ন চৌধুরী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রনী দত্ত ও মানিক সরকার প্রমুখ।