বলেশ^র ও সন্ধ্যা নদীর ভাঙন দ্রুত ব্যবস্থা নেবে সরকার পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) মো. জাহিদ ফারুক

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের নাজিরপুরের বলেশ^র ও স্বরূপকাঠির সন্ধ্যা নদীর ভাঙন রোধে অতিদ্রত কার্যকরী ব্যবস্থা গ্রহন করবে সরকার বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) মো. জাহিদ ফারুক । শুক্রবার দিনব্যাপি নাজিরপুরের বলেশ^র ও স্বরূপকাঠির সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নদী ভাঙন কবলিত এলাকা গুলো পরিদর্শন করা হচ্ছে। ভাঙন কবলিত এলাকার গুরুপ্তপূর্ন জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারাবাহিকতায় নাজিরপুর ও স্বরূপকাঠি উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসা হয়েছে। নাজিরপুরের বলেশ^র নদীর শ্রীরামকাঠি, বৈঠাকাঠা ও স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীর যে সমস্ত এলাকায় বাজার, বিদ্যালয়, মসজিদসহ গুরুত্বপুর্ন স্থাপনা রয়েছে সে সমস্ত এলাকা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ভবিৎষতে বড় ধরনের প্রকল্প নিয়ে সন্ধ্যা নদীর ভাঙন রোধে কার্যকারি ব্যবস্থা নেওয়া হবে। এত বড় নদীর দু‘পাড় একসাথে রক্ষা করা সম্ভব নয়। তাই নদীর যে সমস্ত এলাকায় গুরুত্বপুর্ন স্থাপনা রয়েছে ভাঙ্গনরোধে সে সমস্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর পূর্বে প্রতিমন্ত্রী স্প্রিটবোটযোগে নাজিরপুরের বলেশ^র নদীর শ্রীরামকাঠি, বৈঠাকাঠা ও স্বরূপকাঠি উপজেলার ইন্দুরহাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরবর্তী কৌরিখাড়া, নান্দুহার, দক্ষিন সোহাগদল ও নদীর শর্ষিনা এলাকা পরিদর্শ করেন। স্বরূপকাঠিতে পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মাহামুদুল হাসান, সাবেক উপসচিব মো. আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক এস, এম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির উপস্থিত ছিলেন।