গৌরনদীতে পাট চাষীদের মানববন্ধন

গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত খাঞ্জাপুর এলাকার শতাধীক পাট চাষী বীজ ডিলারের বিরুদ্ধে মানববন্ধন করেছে। মেয়াদোত্তীর্ন পাট বীজের কারনে ১০ একর জমির পাট ন্ষ্ট হয়েছে বলে অভিযোগ চাষিদের। এর প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত পাট চাষীরা পাট বীজ হাতে নিয়ে ভ’রঘাটা এলাকায় মানববন্ধন করেছেন।
ক্ষতিগ্রস্থ প্টা চাষী মোসলেম সরদার,জলিল সরদার,হাজারী সরদার,তাপস দাস জানান ভ’রঘাটা মসজিদবাড়ি স্টান্ডের জাহীদ বীজ ভান্ডার থেকে বঙ্গ বিজ কোম্পানীর বীজ ক্রয় করে চৈত্রের প্রথম সপ্তাহে পাট বীজ রোপন করা হয় ওই এলাকার প্রায় ১০ একর জমিতে। চাষের পর এক মাসে পাটের যে ফলন হওয়ার কথা সে ভাবে ফলন হয়নি এক থেকে দের ফুট হয়ে ফুল এসে যাওয়ায় পাট বাড়ছে না। মেয়াদোত্তীর্ন পাট বীজের কারনে ফলনে মার খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধীক পাট চাষী। তারই প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পাট চাষীরা পাট বীজ হাতে নিয়ে ভ’রঘাটা এলাকায় মানববন্ধন করেছেন।
এ ব্যাপারে জাহীদ সীড ভান্ডারের মালিক আক্কেল আলীর সাথে মুঠফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী সৈয়দা জেষমীন বেগম ফোন রিসিভ করে বলেন তার স্বামী অসুস্থ কালকিনি উপজেলা স্বাস্থ কেন্দ্রে ভর্তি আছেন তার কথা বলতে কষ্ঠ হচ্ছে।
ওই ইউনিয়নের কৃষির দেখভাল করার দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আসগর আলী মোল্লা বলেন, আমি দেখেছি, পাট বীজে কোন সমস্য হয়নি। সমস্যা হয়েছে চাষীদের চাষ পদ্ধতিতে। যেখানে চৈত্রের ১৫ তারিখের পর বীজ বপন করা উচিত ছিল। সেখানে এ ইউনিয়নের কৃষকেরা চৈত্রের ৫/৬ তারিখের দিকে বীজ বপন করেছে। এ ছাড়া জল বায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টির ফলে ওই ইউনিয়নের পাট চাষীদের এ অবস্থায় পরতে হয়েছে।