আগৈলঝাড়ায় ৯শ চাষি পরিবারকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৯শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবারকে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এলাকার এক ফসলী জমি থেকে দু-ফসলী জমিতে রুপান্তর করা ও দেশে আউশের আবাদ বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের খরিপ-১ আটাশ প্রনোদনা বাজেটের আওতায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ পূর্বক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান জসীম সরদারসহ প্রমুখ।
কৃষি অফিস সূত্র মতে, উপজেলা প্রত্যকটি ইউনিয়নে ১শ ৮০জন করে মোট পাঁচটি ইউনিয়নের ৯শ প্রান্তিক ও ক্ষুদ্র চাষী পরিবারকে ৫কেজি করে উফসী আউশ বীজ, ১৫ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়। সূত্র মতে, বিতরণকৃত বীজ ও সার ব্যবহার করে চাষিরা ১শ ২০ হেক্টর জমিতে রোপা আউশ আবাদ করতে পারবে।