গৌরনদীতে টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে যখম

গৌরনদী প্রতিনিধি
কমিশন নামক চাঁদা না দেয়ায় মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের টাইলস ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম সাইফুদ্দিনকে ছুরি দিয়ে কুপিয়ে যখম করেছে নিজাম বেপারি নামের এক সন্ত্রাসী রাজমিস্ত্রী ও তার সহযোগীরা। মাথার পেছনে যখম হওয়া গুরুতর আহত ওই ব্যাবসায়ীকে প্রথমে স্থানীয় সুইজ হাসপাতালে ও পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ব্যবসায়ী জানান, তিনি দীর্ঘদিন যাবত টরকী বন্দরে টাইলসের ব্যবসা করে আসছেন। বিক্রি বাড়াতে এ ব্যবসার সাথে যুক্ত অনেক প্রতিষ্ঠান অনৈতিক পন্থা অবলম্বন করে রাজমিস্ত্রীদেরকে কমিশনের নামে চাঁদা দিয়ে থাকে। আমি কখনোই এ কাজটি করি না। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার সুন্দরদী গ্রামের রশিদ বেপারীর ছেলে টাইলস মিস্ত্রী নিজাম বেপারী কসবা এলাকার এক বাড়ির মালিককে নিয়ে তার দোকান ব্রাদার্স টাইলস এ্যান্ড থাই নামের প্রতিষ্ঠানে টাইলস কিনতে আসেন। ক্রয় শেষে বাড়ির মালিককে বিদায় দিয়ে ২/৩ জন সহযোগীসহ নিজাম বেপারী তার দোকানে এসে কমিশন বাবদ তিন হাজার টাকা দাবি করেন। এ সময় ব্যবসায়ী সাইফুদ্দিন তাকে বলেন আমি কাউকে কোন অনৈতিক সুবিধা দিয়ে ব্যবসা করিনা। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী সাইফুদ্দিনকে দেখে নেয়ার হুমকি দিয়ে রাজমিস্ত্রী নিজাম তার সহযোগীদের নিয়ে চলে যায়।
রাত সোয়া ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ী সাইফুদ্দিন মটরসাইকেল যোগে উপজেলার বেজগাতি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি বরিশাল-ঢাকা মহাসড়কের টরকী বাসষ্টান্ডে পৌছলে রাজমিস্ত্রী নিজাম তার ৮/১০ জন সহযোগী নিয়ে ব্যবসায়ীর গতিরোধ করে ছুরি দিয়ে কুপিয়ে তার মাথার পেছনে রক্তাক্ত যখম করে। গুরুতর যখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সুইজ হাসপাতালে ও পরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।