স্বরূপকাঠিতে স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্নঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তানভীর সিকতদরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির, সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, স্বাস্থ্য পরিদর্শক ওমর ফারুক হান্নানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।