স্বরূপকাঠিতে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে উৎসব মুখর পরিবেশে এবং বর্নিল অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে বাঙ্গালী জাতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উৎযাপিত হয়েছে । অনুষ্ঠানের মধ্যে বর্নাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উলে¬খ্যযোগ্য। রবিবার উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল¬াহ আল মামুন বাবুর নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ষবরণে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি,চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীন ঐতিহ্য প্রর্দশন পুর্বক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। ব্যবসায়ীরা আয়োজন করে শুভ হালখাতা মহরত অনুষ্ঠান। এ উপলক্ষে ইন্দুরহাট কালিবাড়ি হরি মন্দির চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে বসছে বৈশাখী মেলা। সোমবার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মেলা বসে।