গৌরনদীতে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ

গৌরনদী প্রতিনিধি ॥
বরিশালের গৌরনদীতে উৎসব মুখর পরিবেশে বাঙ্গালী জাতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উৎযাপিত হয়েছে । অনুষ্ঠানের মধ্যে বর্নাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উলে¬খ্যযোগ্য। রবিবার উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিনের নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার চেয়ারম্যান হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠন বর্নাঢ্য আয়োজনে বর্ষবরন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীন ঐতিহ্য প্রর্দশন পুর্বক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। ব্যবসায়ীরা আয়োজন করে শুভ হালখাতা মহরত অনুষ্ঠান। এ উপলক্ষে গৌরনদী বন্দর,সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।