কমলগঞ্জে সু-চিকিৎসা না পেয়ে আত্মহত্যার চেষ্টা

কমলগঞ্জ প্রতিনিধি
পহেলা বৈশাখীর দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশন সংলগ্ন রেল লাইনের উপর ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে এক যুবকের প্রাণ বাঁচালো স্থানীয় পুলিশ। গতকাল(১৪ এপ্রিল) রবিবার সকাল সাড়ে ১১টায় ভানুগারে কুমড়াকাপন এলাকায় রেল লাইনে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আসার কিছু সময় পূর্বে এক যুবক রেল লাইনের উপর শুয়ে আছে। যুবককে রেল লাইনে দেখে সরে যাওয়ার কথা অনেকবার বললে সে সরতে রাজি না থাকায় কমলগঞ্জ থানাকে অবগত করে স্থানীয় লোকজন। পরে এসআই সুরুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যুবককে সরিয়ে নেওয়া হয়। রেল লাইন থেকে সরানোর কিছুক্ষনের মধ্যে পারাবত ট্রেন অতিক্রম করে। এ জন্য অল্পের জন্য আতœহত্যা থেকে রক্ষা পেল এ যুবক। সে পৌরসভা এলাকার বাবুল মিয়ার ছেলে ইমন আহমেদ (২২)। আতœহত্যার কারন যুবক জানায়, সে একটি গাড়ীর হেলপার ছিল। কিছুদিন পূর্বে হাইওয়ে সড়ক দূর্ঘটনায় তার দুই হাতের বেশ কয়েকটি স্থানে ভেঙ্গে যায়। দুই হাত প্লাস্টারিংসহ চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু কোন টাকা পাওয়া যাচ্ছেনা। হাতের যন্ত্রণা বেড়ে যাওয়ার কারণে ও সুচিকিৎসা করাতে না পারায় আতœহত্যার পথ বেছে নিয়েছে। কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রক্ষাকৃত যুবককে তার পরিবারের দাদির কাছে সমজিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সু-চিকিৎসা জন্য মানবিক আবেদনের পরামর্শ দেয়া হয়।