কমলগঞ্জে হামলায় আহত-দু’জন

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বনের অবৈধ কাঠ উদ্ধারের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়েছেন । আতহ দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতের পক্ষে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগ ৯ এপ্রিল বাদে উবাহাটা গ্রামের কালা মিয়ার বাড়ি থেকে বনের চোরাই কাঠ উদ্ধার করে । বনবিভাগের অভিযানের ঘটনায় সন্দেহবশত অভিযুক্ত কালা মিয়া পৌরসভার রামপাশা গ্রামের রুমন মিয়াকে ফোনে হুমকি দিতে থাকেন। এ ঘটনার জের ধরে কালা মিয়া সরইবাড়ি এলাকার করিমবাজারে রুমন মিয়াকে হামলার চেষ্টা করে। পরে রাতে সিএনজি-অটোরিক্সা যোগে যাওয়ার পথে বাদে উবাহাটা গ্রামের কালা মিয়া, ধলা মিয়া ও ফারুক মিয়া পৌরসভার রামপাশা গ্রামের সুমন মিয়া (৩৫) ও রুবেল মিয়া (৪০) কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হামলার বিষয়ে অভিযুক্ত কালা মিয়া বলেন, রুমন মিয়া পরিকল্পিতভাবে গোপনে গাছের টুকরো আমার বাড়ির পাশে রেখে বনবিভাগকে খবর দিয়ে কাঠ উদ্ধার দেখিয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, হাল্কা একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুমন মিয়ার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। সহকারী বনকর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপ্রিল ওই এলাকা থেকে অবৈধভাবে রাখা ১৫ টুকরো আকাশি গাছের কাঠ উদ্ধার করা হয়েছে।