স্বরূপকাঠিতে একজনকে কুপিয়ে জখম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে মো. লাল মিয়া (৪২) নামে এক দিনমজুরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা গুরুতর আহত লাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর করফা গ্রামে সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে।জানাগেছে,ঐদিন বিকেলে দিন মজুর লাল মিয়া হেলাল জমদ্দারের জমিতে সবজির ক্ষেত তৈরীর কাজ করছিল। এ সময় হেলাল জমদ্দারের প্রতিপক্ষ সুকান্ত মিস্ত্রী ও তার স্ত্রী ববিতা মিস্ত্রী এলোপাথাড়ি ভাবে দিন মজুর লাল মিয়াকে কুপিয়ে জখম করে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান এ ঘটনায় থানায় একাট মামলা হয়েছে ।