গৌরনদীর সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেনের পিতার ইন্তেকাল

গৌরনদী প্রতিনিধি
রিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইটালী প্রবাসী ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেনের পিতা ও গৌরনদী বন্দরের বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ নুরুল হক শুক্রবার ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগের কারনে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি—-রাজেউন) মৃতকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃতকালে তিনি তিন পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। শুক্রবার সকালে গৌরনদী থানা জামে মসজিদ ময়দানে মরহুমের জানাজা শেষে উপজেলা সদরের চরগাধাতলি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শোকাহত পবিারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র হারিছুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।