একি শেষ যুগ !

-মোঃ আহছান উল্লাহ্//
হায়রে ! কি বিপদ যত নষ্টগোল,
এই যুগেতে দেখি,
ঝগড়া বিবাদ খুন খারাবি সেকি !
গন্ডগোল সব দিকেতে যত
চায় দেখি সবাই সুখ সম্পদ ক্ষমতা অবিরত।
এই যদি হয় দুনিয়া নামের ভেলা
তাই তো দিখি বিরালের কাঁধে
ইদুর করছে খেলা।
সরাই খানায় কানা কুট্টি
বলছে আমি তোদের নেতা।
মূূর্খের ট্রেতে আসছে যত
নামিদামী বিলাশী খানা।
জ্ঞানী পন্ডিতেরা তুষ্ট শুকনো রুটি
পান্তা ভাত আর কাচা লঙ্কায়,
সেই দূয়ারে হাকিছে জহুরা ভিক্কুক,
তিন দিন যাবৎ মরছি উদার জ্বালায়।
বি এম ডব্লিউ নিয়ে কানা কুট্টি
আহঙ্কারের হাসিতে যাচ্ছে পানশালায়
অলংকার তাদের ভুরি ভুরি
গন্ড দেশে সোনার শিকল
হাতে দামি হীরার আংটি
বস্তির দূয়ারে করছে খেলা
অবোধ শিশু পরে নেংটি।
পুত্র বধুদের কাছে বিষ বৃক্ষ উর্মাই
শাশুরী ননদ সবাই।
পুত্রে জ্ঞানে বাবকে বলছে কঠিন মন্ধ
অজ্ঞ বাবা বলছে পুত্র বাব তুই বড় ভন্ড
একি শেষ যুগেরই কান্ড !
ভাইর কাছে নেই ভাইর দরদ
দেখছে সবাই মাকাল ফল
বাপরে! তাইতো দেখি কঠিন পাপের গন্ধ।
তাইতো বোকা আহছান কয় মন দিয়ে শোন
মানুষ নামের মানবতার চরিত্র মাধুরির
বিকল্প নাই কোন ॥