কমলগঞ্জে চা শ্রমিকের ঘরে অগ্নিকান্ডে

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে অগ্নিকান্ডে এক চা শ্রমিক পরিবার নি:স্ব। মঙ্গলবার ভোরে পাত্রখোলা চা বাগান বাজার লাইন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক চা শ্রমিক রামিয়া কুর্মী বলেন, রাতের পরিবারের লোকজন নিয়ে ঘুমানোর পর আগুন লাগে। পরে আগুনের তাপেই ঘুম ভাঙ্গে। এ সময় কোন রকমেই পরিবারের লোকজনকে নিয়ে বাহিরে বের হয়ে প্রাণে রক্ষা পেয়েছি। কিন্তু ঘরে থাকা কোনকিছুই বের করতে সম্ভব হয়নি। এ আগুনে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে চা শ্রমিক জানান। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।