জনগণ সচেতন হলে দুর্নীতি কমবে :দুদক চেয়ারম্যান

রাঙ্গামাটি প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের জনগণ আইন মানলে, সচেতন হলে দুর্নীতি কমবে। দিন দিন মানুষ সচেতন হচ্ছে তাই দুর্নীতিও কমে আসছে। গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দেশে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি ধরতে দুদককে সুনির্দিষ্ট তথ্য দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। এর আগে দুদক চেয়ারম্যান শহরের তবলছড়ি ওয়াপদা কলোনিতে রাঙ্গামাটিতে দুদকের জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙ্গামাটি সদর সেনা জোন কমান্ডার রেদুয়ান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন