রিও টিনটো নদী এক মৃত্যু কূপ

সংবাদদাতাঃ- স্পেনে এক ভয়ংকর সুন্দর নদী আছে। সেই নদীটির নাম রিও টিনটো। এই নদীর জল খুবই আম্লিক। যার পিএইচ ১.৭-২.৭।
রিও টিনটো নদীতে মেলে ভারী ধাতু। এবং প্রচুর আয়রন।এই নদীটি এতটাই ভয়ঙ্কর, এর করালগ্রাসে বহু পাহাড় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুধু তাই নয় এখানে ডুব দিলে পাওয়া যায় কঙ্কাল।
এই নদীটির ভয়ঙ্কর রূপের কারণে অনেক গ্রাম-গ্রামান্তরিত হয়ে গেছে।এই নদীটি নাকি মাইন খননের ফলে উত্পত্তি হয়েছিল। এর উত্সস্থল আন্দালুসিয়া পর্বত থেকে।
এই নদীর নজরকাড়া রূপ সত্যি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু দৃষ্টি আকর্ষণী শুধু শেষ কথা। সুন্দর কিন্তু সুন্দরকে স্পর্শ করা যায় না। স্পেনের রিও টিনটো নদী যেন স্পেনের কাছে মৃত্যুকূপ বলে পরিচিত।