আগৈলঝাড়ার শ্রমিকলীগ নেতা ইউপি সদস্য নির্মল ঘটকের স্মরণ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি//সড়ক দুর্ঘটনায় নিহত আগৈলঝাড়ার শ্রমিকলীগ নেতা ও ইউপি সদস্য নির্মল ঘটকের স্মরণ সভা বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যেগে রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ হলরুমে বাকাল ইউপি চেয়ারম্যান ও বাকাল ইউনয়ন শ্রমিকলীগ সভাপতি বিপুল দাস এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ইসহাক আলম পাইক, সোবাহান সিকদার, বিনয় বৈরাগী, শান্তনা বেগম, নির্মল বিশ্বাস, অজিত শিকারী, রমেশ সরকার, গনেশ পান্ডে, বিমল অধিকারী ভীম, শিখা শিকদার, মায়া বাড়ৈ, ইউপি সচিব সুপর্ণা মন্ডল, সাবেক ইউপি সদস্য নয়ন বৈষ্ণব ভোলা, মনিমোহন দাস, সুব্রত মিত্র ও নিহত নির্মলের বড় ভাই পরিমল ঘটক।
স্মরণ সভায় নিহত নির্মলের আত্মার শান্তিÍ কামনা করেন নেতৃবৃন্দ।
প্রসংগত, গত ২ এপ্রিল বিকেলে মোটরসাইকেলে ওড়াকান্দির বারুনী মেলায় যাওয়ার পথে শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নির্মল ঘটক আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন মারা যায়।