ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন করায় আগৈলঝাড়ায় শিক্ষকদের সংবর্ধনা।

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অর্জন করায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষার ডিজিটাল রুপান্তরে নিয়জিত প্রতিষ্ঠান নেটিজেন আইটি লিমিটেড এর পক্ষ থেকে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষকদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে। শনিবার সকালে টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলমের সভাপতিত্বে সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টেমার মালেকা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান এমএম মান্নান, পূর্বসুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান, টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সন্যামত বীথি আক্তার, প্রফুল্ল সরকার, ফারহানা খানম, বরিশাল নেটিজেন আইটি লিমিটেড বরিশাল-১ এর সমন্বয়ক জয় রায়, নেটিজেন আইটি লিঃ এর আগৈলঝাড়া উপজেলা প্রধান মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। এব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্যামত শাহ আলম জানান, অত্র বিদ্যালয়ের পাঠদান ব্যবস্থা ডিজিটাল ক্লাশরুমের অধিনে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল গুলোর সাথে সরাসরি সংযুক্ত হয়ে উন্নত মানের শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করার ফলে ব্রিটিশ কাউন্সিল থেকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত একটি তালিকা ব্রিটিশ কাউন্সিল গত মঙ্গলবার আমাদের কাছে প্রেরণ করে। এতে প্রাথমিক স্কুল পর্যায়ে আমরা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি।