নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো পয়েন্টের ৪৩ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। তিনি মিয়ানমারের মংডু জেলার বলিবাজার গ্রামের বাসিন্দা মোহাচ্ছের আলীর পুত্র নূর আলম (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রোহিঙ্গা নাগরিকসহ বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে নিজ এলাকায় গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় মাইন বিস্ফোরণে তিনি নিহত হন। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সীমান্তের বড়ছনখোলা রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-পুত্রসহ অবস্থান করছিল। তারা সীমান্ত পেরিয়ে নিজ এলাকায় রেখে আসা গরু আনতে গিয়েছিল বলে অন্য রোহিঙ্গারা জানায়।