বিচারপতি সৈয়দ জিয়াউল হকের হযরত কায়েদ ছাহেব রহ. মাযার জিয়ারত

মুহম্মাদ আহছান উল্লাহ
সাম্প্রতি হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর মাযার যিয়ারত ও নেছারাবাদ দরবার শরীফ জামে মসজিদে জুমা আদায়ের জন্য উপস্থিত হলেন মাননীয় বিচারপতি সৈয়দ জিয়াউল হক। নামায শেষে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে কায়েদ ছাহেব হুজুর রহ., নেছারাবাদ মাদরাসা ও মুছলিহীনের কার্যক্রম জেনে অত্যান্ত আনন্দিত হন। এবং নেছারাবাদের সকল কার্যক্রমে সহযোগীতা করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন। এ সময় তার সফর সাথীগণ উপস্থিত ছিলেন।