কমলগঞ্জের কাগজ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। রবিবার রাত ৯টায় সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার চৌমুহনাস্থ ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্টানিক কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এবং কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অনিমেশ পাল লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক-প্রকাশক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদতে ফুলেল শুভেচ্ছা জানান।