আগৈলঝাড়ায় বিশ্ব অটিজম দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি বরিশাল
“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে ১২তম বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সমাসেবা কর্মকর্তা সুশান্ত বালা, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার পরিচালক বদিউল আলম বাবুল।
বক্তারা বলেন, উপজেলায় ১৬০জন অটিজম শিশু ও ১৯৪০জন প্রতিবন্ধি শিশু রয়েছে। এরা আমাদের সমাজের বোঝা নয়। এদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এরা দেশের সম্পদে পরিনত হবে। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল প্রধান ডা. একেএম মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধালণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।