স্বরূপকাঠি উপজেলায় বিজয়ী ও সকল ফলাফল

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥আইনশৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তায় দু’একটি সামান্য বিছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে পিরোজপুরের স্বরূপকাঠিতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহনে ভোটার উপস্থিতি ছিল কম। এখানে ৪১ শতাংশ ভোট পড়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ হারুন। নির্বাচনে সতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হক আনারশ প্রতীকে ৩৫৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ.লীগ মনোনীত এস এম মুইদুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩০০৮৯ ভোট। নির্বাচনে অপর চেয়ারম্যান প্রার্থী ন্যাশনাশ পিপলস পার্টি (এসপিপি) মনোনীত মো. ছিদ্দিকুর রহমান আম প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্ত জয় চশমা প্রতীকে ২২১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মেহেদী হাসান সাগর বই প্রতীকে পেয়েছেন ১৬৭৮৬ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুম বিল্লাহ তালা প্রতীকে পেয়েছেন ১০৬০৭ ভোট, মো. বায়েজীদ আহসান টিউবঅয়েল প্রতীকে ৯৩৭৪ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ উড়জাহাজ প্রতীকে ৬৫৪৩ ভোট, মো. মাসুম বিল্লাহ বেপারী মাইক প্রতীকে ৪০০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস জাহান কলস প্রতীকে ২০৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী তুলি মন্ডল হাঁস প্রতিকে পেয়েছেন ২০০০৩ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১৪৯২৯ ভোট ও সাহারা নাসরীন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮১৪৬ ভোট। সকল ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে সন্ত্রাস, মাদকমুক্ত আধুনিক স্বরূপকাঠি গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন নির্বাচিতরা।